skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদনওটিটিতে ফেলুদার গোয়েন্দাগিরি

ওটিটিতে ফেলুদার গোয়েন্দাগিরি

Follow Us :

প্রায় দেড় বছর পর সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে ফের ওটিটিতে ফিরছেন ফেলুদা। আগামী ১৭মে থেকেই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে শুরু হতে চলেছে ‘ফেলুদার গোয়েন্দাগিরি’। মুক্তি পেল সিরিজের ট্রেলার।এবারের পর্ব সত্যজিতের ‘দার্জিলিং জমজমাট’ নিয়ে।ফেলুদার চরিত্রে অভিনয় করেছেন টোটা রায় চৌধুরী,তোপসের ভূমিকায় নজর কাড়বেন কল্পন মিত্র এবং জটায়ুর ভূমিকায় দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে।পাশাপাশি অভিনয় করেছেন টলিপাড়ার একঝাঁক অভিনেতা অভিনেত্রী।

‘ফেলুদার গোয়েন্দাগিরি’ শুনলেই সবার আগে একরাশ নস্টালজিয়া ভীড় করে বইপোকাদের মনে।কারণ,দার্জিলিংয়ে রাজেনবাবুর ছেলের রহস্য ভেদ করেই তো ফেলু মিত্তিরের গোয়েন্দাগিরিতে হাতেখড়ি।তারপর বারাণসী,রাজস্থান থেকে ইলোরা কিংবা খোদ শহর কলকাতায় হাজারও একটা কেসের সমাধান করেছেন প্রদোষ সিএইচ মিটার প্রাইভেট ডিটেকটিভ।যেখানে গোয়েন্দাগিরির হাতেখড়ি সেই দার্জিলিংয়ে পরেও একবার গিয়েছিলেন ফেলুদা।জটায়ুর লেখা বোম্বাইয়ের বোম্বেটে গল্প নিয়ে মুম্বইতে জেট বাহাদুর ছবি তৈরি করেছিলেন পরিচালক পুলক ঘোষাল।লালমোহনবাবুর গল্প নিয়ে ফের ছবি করবেন তিনি।আর এবারের শ্যুটিং পর্ব দার্জিলিংয়ে।বুঝতেই পারছেন কোন গল্পের কথা বলছি।হ্যাঁ,ঠিকই ধরেছেন দার্জিলিং জমজমাট।

সেই ছবিরও শ্যুটিং দেখার আমন্ত্রণ পান ফেলুদা অ্যান্ড কোম্পানি।আর সেখানে গিয়েই ফের নতুন কেসে জড়িয়ে পড়েন ফেলু মিত্তির।কাহিনিতে কি হবে সেটা যারা গল্প পড়েছেন তাঁরা তো নিশ্চয় জানেন।আর যাঁরা জানেন না তাঁদের জন্যই ওটিটির মতো আধুনিক অডিও ভিসুয়াল মাধ্যমে আনছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।আগামী ১৭ জুন থেকেই শুরু হতে চলেছে ‘ফেলুদার গোয়েন্দাগিরি’-র ওটিটি স্ট্রিমিং।

RELATED ARTICLES

Most Popular